কেমন ঘাতক মানুষটারে কুপিয়ে কর  খুন,
এসব কি আর সাধে করেছে কেড়েছিল যার ঘুম।
ক্ষমতার ভারে ধরাকে আজি সড়ায়ে করছো জ্ঞান,
সবার আগে মানুষ কি তুমি রাখতে হবে প্রমান,
তোমরা আজি অনেকেই আছো মিথ্যেকে কর পুজা,
সদা সর্বদাই বাঁকা পথে চল পারনা চলতে সোজা।
অতি সামান্যে তোমরা কেউ কেউ দেখাও আধিপত্য,
তাদের জন্য নেই কোন সহানুভুতি এটাই চির সত্য।
যারা মানবিক কোন ভাবে আজ শিকার হয়েছে ফাদে,
সারা বাংলার লাখ জনতা  তাদরে জন্য কাঁদে।


তুমি আজ বড় কর্তা হয়েছো বড়াই কি তার করো?
বুঝবে সেদিন হোছট খেয়েে একবার যদি পরো।
সেদিন তোমার দম্ভ দেখার সময় থাকবেনা কারো
সময় থাকতে শয়তানি আর দাম্ভিকতা ছাড়ো।
হয়ত তুমি মানুষের কাছে হতে পারো প্রিয় পাত্র,
নিজে তো জানো তুমি কত বড় শয়তানের ছাত্র।
সাময়কি ভাবে পার পাবে তুমি মুখোশের আড়ালে,
বাঁচবেনা সেদিন একবার ঐ মুখোশ খুলে হাড়ালে।
যারা তোমাকে বুকে আগলে রাখতো এতদিন,
তারাই তোমায় জুতিয়ে সব পুশিয়ে নেবে ঋণ।
মন ভাল যার সব ভাল তার লোকে কথায় বলে,
শয়তানীরা পায়না শরম জুতা দিয়েও পিটালে।
আল্লাহ তুমি এই ভাইটিকে মাফ করে দিও জান্নাত,
এমন ভাগ্য না হতে  সবাই করে মান্নত।