বিপ্লবী!                                    ১৫/০৬/১৭
আমি মানিনা সেই আইন, যার নিজের নাই কো চক্ষু-
দেখিবার তরে ভিন্ন কেবা মশ্রিণ কেবা রুক্ষ,
আমি বলিতে চাই যারা বিচারালয়ের কর্তা,
তারা দেখিওনা হেন স্পর্দা, অপরাধীকে নির্দোষ
আর নিরিহকে জেলে বন্দি,
শুনে রাখো, আর মনে রাখো, যতই কর আক্রোশ
নয় অন্যায়ের সাথে সন্ধি।


লাভ নাই ওরে লাভ নাই, তোর রক্ত চক্ষু দেখিয়া,
দেখতে পারি মৃত্যু, আর মরতে পারি হাসিয়া।
প্রাণীর মত হিংস্র, আর যতই কর হিংসা,
মানুষের মত হবেনা, আর পাবেনা কো শংসা।
ক্ষমতার জোরে কত কি করছো,
ন্যায় নিতী আজ ভুলিয়া,
ক্ষমতা হারালে প্রজারা তোমায়
মারবে পদ দলিয়া।


আকাশ বাতাস সাগর নদী হয়ে আছে আজ সাক্ষী,
তব কূ-কামে পারবেনা বাঁচাতে শত শত দেহরক্ষী।
যত নিচে নেমেছ আজি পশু ছাড়া নয় ভিন্ন,
তোর মনগড়া সব নিয়ম কানুন আর-
বিধানের বুকে এঁকে দেই পদ চিহ্ন।
যেসব বিধান পারেনা দিতে অভাবীর মুখে অন্ন,
আমি মানিনা সেসব বিধান নিয়ম শৃংখল,
একমহুর্তের জন্য।
…………………………………………………………………………..চলমান