করোনা তুই শিক্ষা দিলি কেউ তো কারো নয়,
আপন জনেও দেয়না কোন রুগীর পরিচয়,
মরলে কেহ লয়না খবর জানাজাও দেয়না ,
সরকারি লোক দাফন করে অন্য কেউ যায়না,
মৃত ব্যক্তির দিকে কেউ ফিরেও না তাকায়,
এমন মৃত্যু কেন আল্লাহ দিলে দুনিয়ায়,
অনেক শাস্তি পাইছি মোরা নভেল করোনায়,
আর সহেনা প্রাণ বাঁচেনা কঠিন বেদনায়,
সব ভুলেরে ক্ষমা করো আল্লাহ দয়াবান,
যেই গুনেতে আল্লাহ তুমি রহিম রহমান,
তোমার দয়া বিনা কেউ তো রক্ষা পাবেনা
দিওনা কো মাবুদ তুমি ভাইরাস করোনা।
যাদের তুমি দিয়েছো ঐ করোনারই থাবা,
মাফ করে দাও তাদের  তুমি, দান করে দাও শেফা,
না বুঝে ঐ চাল চোরেরা কত কি যে করছে ,
চালের বস্তা গুদাম ভরে যতন করে রখছে।
বুঝত যদি চাল চোরেরা তোমার মহিমা
চুরি ছেড়ে ব্যস্ত থাকতো পেতে তোমার ক্ষমা
তবু তাদের ক্ষমা করো দাওগো হেদায়েত
চাল চুরিটা বন্ধ করে দুখির বাড়ি করুক যাতায়াত।
তাতেই মিলবে সুফল জানি জানুক চোরের দল,
করোনা নয় সত্য সদা কোরআনের পথে চল।
এমন মরন দাও গো প্রভু, লোকে বলুক ভাল কথা
লক্ষ লোকে জানাজা দিক,  মরন হোকনা যথাতথা