করোনাতে বন্ধ আছে রুজির সব পথ চলা,
শুধু আছে সবখানেতে খরচের পথ খোলা।
তাই বলি ভাই চাকরী ভাল হয় যদি সরকারি
ব্যবসা ভাল বেচতে পারলে কাচা তরকারি,
সব সময়ে চলে সমান ফার্মেসী আর ডাক্তারী
করোনাতে এসব ব্যবসায়ী গড়ছে ঘরবাড়ী।
করোনা ভাই শিক্ষা দিল জীবন কিসে চলে
করোনাতে ছেলে মেয়ে বাপকে যাচ্ছে ফেলে।


করোনা আজ শিক্ষা দিল কেউ তো কারো না,
ধরলে জমে অর্থকড়ি কাজে আসবে না।
করোনার এই শিক্ষা নিয়ে চালাও যদি জীবন,
সত্য ন্যায়ের পথযে তোমায় করে নিবে আপন।
সত্য পথে থাকলে সদা বিপদ বেশি আসে
তখন কিন্তু বন্ধু কেহ থাকবেনা আর পাশে।
আল্লাহ সদা সবার জন্য রাখছে দুয়ার খুলে
আমরা যেন তার করুনা না যাই কভু ভুলে