শুকর পায়ে কামড় দিলে হয়না অপরাধী
অনেক দোষী হবে সে কেউ দৌড়ে পালায় যদি।
এমন কথা কেউ কখনো শুনছো নাকি ভাই,
এই শুননা সেই রকম এক খবর বলে যাই।
একটা ছিল চোরের রাজ্য, বিশাল চোরের খনি,
আমি এবার তাদের কাছে হলাম বড় ঋণী
কারণ তারা শিখিয়েছে অপরাধী কে,
গলায় ছুড়ি মারায় কাঁদলে অপরাধী সে।
চোরের রাজ্যে এমনটাই হয় শান্তি নাই,
মরার পরেও লাশের উপর কিইবা দোষ চাপায়।
এমন রা‌জ্য কোথাও খুঁজে পাবেনা ক তুমি,
দেখতে চাইলে একদিন তোমায় দাওয়াত দিব আমি,
সব চোরেরা যুক্তি করে করল আবিস্কার,
দুই একটাকে কি করে যে করবে বহিস্কার।
নানান ফুন্দি নানান ফিকির করল তারা শুরু,
দেখতে ওরা মানুষ হলেও চারপা ওয়ালা গরু।
গরু বললেও নয় যথেষ্ট, ওরা হিংস্র জানোয়ার,
মানুষ রুপে ভাবতে যে ভুল হচ্ছে যে বারবার।
যাদের চোখে অপরাধী চোরের আতঙ্ক,
তাদের সাথে হয়না যেন সাক্ষাত জীবন্ত।


ওরে ছোট্ট বেলায় চোর দেখিয়া মনূষ ভাবিতাম,
মাঝে মাঝে তাদের সাথে কথাও কইতাম,
ওরে রাতের বেলায় সময় পেলে গল্প করিতাম,
মন খুলিয়া ভাল হওয়ার উপদেশ দিতাম,
সেই আমি আজ তাদের কাছে অপরাধীরে,
ও আল্লাহ ও আল্লাহ আমি অপরাধীরে,
আমার ওসব ভুলগুলো আজ ক্ষমা কররে
তুমি ছাড়া নেই বিচারক চোরের রাজত্বে,
নিরীহদের ফেলছে জালে ভীষণ চক্রান্তে,
ও আল্লাহ ও আল্লাহ আমি অপরাধীরে,
চোরকে চিনে হলাম একি অপরাধীরে .........?