করোনা তুমি বাড়াইয়াছো মানুষের দুরত্ব
তবে কিন্তু ভেঙ্গো না ভাই মানুষের বন্ধুত্ব।
করোনা ভাই ধ্বংস করলো লক্ষ কোটি প্রাণ
পর মানুষ আর আপন মানুষ দুরত্ব সমান।
জীবন আজি বদলে গেল করোনার কারণে,
শারীরিক দুরত্ব বাড়ুক, বাড়েনা যেন মনে।
আগে মানুষ করতো রে ভাই কত কোলাকুলি,
এখন  আমরা যা বলা তা দুর থেকে সব বলি।


করোনারে তোর কাছে আজ একটাই করি দাবি,
মানুষ মোরা মানুষেরে সদা, আপন যেন ভাবি।
আপন জনে যায় ফেলে যায় করোনার কারণে
এমন ভাগ্য হয়না যেন কারোরই জীবনে।
কত আড্ডায় মেতে ছিলাম বন্ধুদেরকে নিয়ে,
এখন তারা দেয়না দেখা কয় কথা ফোন দিয়ে।


করোনাতে হ্যান্ডশেক তো ভুলেই গেছে মানুষ
আত্বীয়তাও ভুলতে চলছে নেই তো কারো হুশ।
সবার কাছে একটা দাবি হাত না মিলাও হাতে,
শারীরিক দুরত্ব থাকবা না থাক হৃদ্যতা যেন থাকে।