সব কিছুরই নকল আছে, আছে বিকল্প।
কাজেই শুধু আসল নকল, চেহারায় অল্প।
দেখে বোঝার নাই তো উপায় পাকিস্তান কি দেশী,
দোকানীদের গপ্প শুনে সবাই কেনে বেশি।
জিনিস থেকে শুরু করে আপ টু ফিনিশ ভেজাল,
নকল আছে তেল লবন আর নানা রকম ডাল।
কাচা মরিচ আট রকমের রসুন ভাই রে তিন,
বাজার করলে সবাই একটু দেখে শুনে নিন।


দেশী মুরগী দুই রকমের দেশী - পাকিস্তান,
দেখে চেনার নাই তো উপায়, সবই এক সমান।
আদাও কিন্তু দু-তিন রকম দেখে চেনা ভার,
মানুষ দেখে নিচ্ছে কিনে নিত্য লাগে যার।
কলা আছে কয়েক রকম সাদে উনিষ বিশ,
কর্তা বলে মেহমান এলে কলা কিনে নিস।
আপেল আঙ্গুর কমলা লেবুর পদের নাই কো শেষ
খাচ্ছে মানুষ ইচ্ছে মত সুখেই আছে বেশ।


মাছের নামে কিটপতঙ্গ কিনছে হরদম,
তেলাপিয়া পাঙ্গাশ বাজার মাতায় একদম।
রং মাখিয়েও বিক্রি হচ্ছে ছোটবড় মাছ,
চ্যালা, মলা, চাঁদা, পুটিও, হচ্ছে নাকি চাষ।
একই জিনিস কয়েক পদের, চিনব কিরে ভাই,
সকল জিনিস নকল, তাই তো সাবধান করে যাই।


মানুষ এত ভেজাল ছিল আগে দেখিনাই,
হরেক রকম মানুষ, কাউকে চেনার উপায় নাই।
জিনিস ভুলে কিনলে যাবে শতেক টাকার মাল,
মানুষ চিনতে ভুল করলে জীবনটাই বিফল।
জিনিস হয়ত হাজার পদের, লক্ষে পৌছেনাই,
মানুষ জাতী পদে এখন লক্ষে পেয়েছে ঠাই।
ফেসবুকে সে লেখে যে নাম, মর্জিনা আক্তার,
কিন্তু সে নয়, আসলে সে মো: মুক্তার।
কেউবা লেখে নামটি যে তার রসিক কমোলা,
আসলে তার নাম সেটা নয়, লম্বা গোফওয়ালা।
এমন হলে কেমন হবে মোদের ভবিষ্যৎ,
তাই তো মানুষ রাখতে ব্যর্থ নিজেদের ইজ্জত।