বাবা আমার চোখের মণী সাত রাজারই ধন
মোদের লাগি ঘামে ভেজে রৌদ্রে সারাক্ষন।
ঈদের দিনে সবার দাবি নতুন পোশাক চাই,
কিন্তু বাবা নেয়নি কিছু পরছে পুরানটাই,
আমরা সদা থাকছি সবাই আনন্দ উল্লাসে
শত কষ্টেও বাবা মোদের ডাকত ভালবেসে,
সেই বাবা আজ নেই তো ধরায় শুন্য বাড়ি ঘর,
বাবা গেছে আপন ণীড়ে আমরা আজি পর।


বাবা শুধু জীবন ভরে টানছে তেলের ঘাণী
তবুও মলিন হয়নি বাবার মায়াবী মুখখানি।
বাবার মত ভুবন মাঝে আপন কেহ নাই,
তার লাগিয়া আর কিছু নয় একটা বেহেস্ত চাই।


................................................. চলমান