বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এসে দেখনা,
কি সব করছে তোমার মেয়ে শেখ হাসিনা।
দেখলে তুমি থাপ্পর দিয়ে ছাড়তে বলতে গদি
কোন ভাবে আরেকটিবার আসতে পারতে যদি।
তোমায় মোরা ভাবছি আজি বসে নিশি দিন,
কিছু লোক দেখি তোমা বিনে আজ হয়েছে সৌখিন।
যাদের জন্যে জীবন দিলে তারাই ভুলেছে
কিন্তু দেখি নতুনেরা আজ তোমাকেই ভাবছে।
তুমি ছিলে তুমি আছো বাংলার জমিনে,
তোমার দলটি নষ্ট হয়েছে ধর্ষণ আর খুনে।
তুমি হয়ত চলে গেছ একাকি মোদের ফেলে,
তোমার ছায়ায় জন্মেছে আজ নুরুর মত ছেলে।
তোমায় যেমন জানতো সবাই বিপ্লবী সৈনিক,
নুরুর ডাকেও লাখ জনতা মিলছে যে দৈনিক।
তোমায় মোরা দেখিনি কিন্তু নুরুকে দেখেছি,
তোমারই এক প্রতিচ্ছবি খুজে পেয়েছি।
দেশ ও জাতীর কথা বলা  যেমন করেছিলে তুমি শুরু,
সেটিই আজি চলমান রেখেছে সাবেক ভিপি নুরু।
চাইছি তোমার সুখের জীবন নুরুর দীর্ঘ্য আয়ু
হয়না যেন নিমিষ নুরুর প্রভাতেরই বায়ু।