জানো কি তোমরা মানুষের  কত হয়েছে অবক্ষয়,
শুনেছি বহু আচরনই নাকি মানুষের পরিচয়।
তোমরা কি আজ এই কথাটা মানবে সোজা সুজি?
আমি কিন্তু এরই সাথে আরো কিছু খুঁজি।
আচরণ তার যতই ভাল হোকনা মধুময়,
কি লাভ যদি মুখে মধু মনেতে বিষ রয়?
এমন মানুষ হাজার হাজার তবে ওরা কি?
মানুষ হলেও পশুর সমান এটাই ভেবেছি।


পরের ভাল দেখে যারা সইতে পারেনা,
তাকে তোমরা যেটাই ভাবো মানুষ ভেবোনা।
এমন মানুষ বহু আছে তোমার চারিদিকে,
পারলে একটু দুরে থেকো ঐ অমানুষটা থেকে।
কাজের মেয়ের সাথে চলে অমানবিক খেলা,
মানুষ মোরা এটাই ভেবে বলি সারাবেলা।
মানুষ আজি হিংস্রতাকে গুনে দিছে রুপ,
মানব দেহের রক্ত দিয়ে তৈরি করে সুপ।


সমাজে সে বিশিষ্ট এক গন্যমান্য জন,
ভেতরটা তার দেখলে কিন্তু উজার হবে বন।
কত মানুষ রুপ ধরেছে সাধু সন্যাসির মত,
কিন্তু সে ভাই আকাম কুকাম করছে আছে যত।
ভেতর থেকে দেখলে তাকে সাপের মত লাগে,
কিন্তু এটা বুঝবেনা সে দেখেনি যে আগে।
একবার যদি ভেতরটা তার দেখেন কর্তা বাবু,
নিমিষেই সে সিংহ থেকে বিড়ালের মত কাবু।
কিন্তু সেটাই হচ্ছেনা যে কপালগুনে তার,
আমার বিশ্বাস দর্প তাহার হবে যে চুরমার।
মানবতার অবক্ষয়ে তলানিতে যারা,
সময় এলে হিসাব কিন্তু দিতে হবে খাড়া।