কত মানুষের কত দিন কাটে সত্যি অনাহারে,
আবার কত মানুষের প্রতিদিন কাটে মদের আসরে।
কেউ করে যায় গাধার খাটুনি কেউ করেনা কিছু,
তারা শুধু ছোেটে তেল হাতে নিয়ে বসদের পিছু পিছু।
তাতেই যদি হয় ষোল আনা কাজ,
সব ভুলিব ভুলিয়া সমাজ।
করিব সদা বসদের পদ চুম্বন খুশি মনে,
তাতেই বস হবে যে খুশি কারণে অকারণে।
এভাবেই তো বসেরা নিজেকে বিকিয়ে দেয় সদা,
এর ফলে কিছু মানুষের কপালে বয়ে চলে শুধু কাঁদা।
মানবের শোক মানব না বুঝলে বুঝবে কি আর পশু
মানুষ হয়েও কিছু লোক আজ হয়ে গিয়েছে দশ্যু।
মানুষ হয়ে কি করে পারে মানুষ কে আঘাত করতে,
ভাবেনা কি ওরা তাদেরও একদিন সত্যিই হবে মরতে?
ধরাকে সড়া জ্ঞান করে আজ কিই না করছো,
নিরাপরাধকে অপরাধী করে খাঁচায় নিয়ে ভরছো।
কেউ বা আজি দশটি বছর টানছে জেলের ঘানী,
তোমরা বসে খোলা বাতাসে খাচ্ছো রঙিন পানি।
তোমরা যারা ভাবছো নিজেকে অফিসের বড় কর্তা
ক্ষমতা হারালে বুঝবে সেদিন কি ছিল এই বার্তা।
তোমার কারণে কত মানুষ আজ ফুফরে ফুফরে কাঁদে,
এই মানব শোক তোমায় একদিন ফেলবে মহা ফাদে।