আগে মানুষ জানতে চাইত কেমন আছেন ভাই,
এখন সবাই জানতে চায় চাকরির খবরটাই,
দেখা হলে জিজ্ঞেস করে চাকরি আছে কি?
এই করোনায় অনেক লোকের চাকরি হয়ত নাই
তাদের কাছে একটাই স্বপ্ন বাঁচার উপায় চাই।
পথে ঘাটে চাকরি ছাড়া অনেকেই আজ ঘুরছে
কোম্পানীদের জুলুম সয়ে ধুকে ধুকে ভুগছে
যদিও কেউ কোন মতে আছে চাকরিতে বহাল
তারা আবার বেতন পেতে হচ্ছে নাজেহাল,
চাকরি গেলে চাকরি পাবে জীবন গেলে নয়
তাই অনেকেই চাকরি ছেড়ে নিরাপদে রয়,
কিন্তু আবার অনেক মানুষ চাকরি যাওয়ার ভয়ে,
হঠাৎ করে দৌড়ে গিয়ে পড়ছে বসদের পায়ে,
কি এমন এক যুগ এল রে ভাই কেউ তো কারো নয়
নিজে বাচলে স্ত্রী সন্তানদের উপলব্ধি হয়,
পেটের দায়ে কর্ম করে অর্থ যোগায় যারা
করোনাতে ভাত যোগাতে খুব নাজেহাল তারা,
চাকরি হারা লোকগুলো আজ চোখের জলে ভাসে
লাভের আসায় ছাটাই করে মালিকরা আজ হাসে
যেসব লোককে করছো ছাটাই তাদেরও তো ছিল অবদান
বিনিময়ে নোটিস ছাড়া ছাটাই করে দিলে প্রতিদান,
সব জুলুমের সীমা আছে অসীম কেউ তো নয়
ক্ষমতা নয় চিরস্থায়ী ভাবিও নিশ্চয়,
তোমরা যারা ভাবছো নিজকে যত ক্ষমতাধর
আসলে তা নও কো তোমরা দুদিন আগেপর।