কাঠুরেরা পায় গো যদি, রাজার জমিদারী,
রাজ্য ছেড়ে- বিশ্বটাকে ভাবতে থাকে তারই।
যদি কঠুরেরা হঠাৎ করে, হয় গো জমিদার,
পিছের কথা সব ভুলে সে, দেখায় অহংকার।
একই ভাবে-অফিসারকে করলে ম্যানেজার,
পায়না খুঁজে কাজের ধারা, পায়না হাট বাজার।
ওরা বুক ফুলিয়ে হাটে সদা-২, শব্দে ফেলে পা...।
উচিত কথা শুনলে তাদের আঁতে লাগে ঘা।
পাত্র বুঝে বস্তু রাখতে নেই কো বাধা বারণ-
মনে রেখ অহংকারই পতনেরই কারণ।
কাঠুরের চোখ গাছের দিকে, ফলের দিকে নয়,
গাছ মরে সব ফল পঁচিলে, তার কি আসে যায়।
তাই তো করে কাঠুরেরা গাছ কেটে সব লাকরি,
তাদের কি আর মানায় ভাইরে হাজার টাকার চাকরি।
পেলে ওরা ভাল কিছু কেটে করবে ক্ষত,
সব কাঠুরের একই স্বভাব আছে ভবে যত।
সবাই যদি কাঠুরেকে না দেয় জমিদারী,
রাজ্য চলবে সুষ্ঠমত ছাড়াই আহাজারী।২
রাজার হাতে থাকলে রাজ্য চলে চমৎকার
প্রজারা সব থাকবে সুখে,  ছাড়াই হাহাকার।