অনলাইলে আসলেই দেখি বিতর্কিত কথা
যা শুনলেই আঁতকে উঠি বুকে লাগে ব্যথা।
বেদাতীরা ছাড়াও দেখি হিংসা করা ওয়াজ
হক বাতিল আর ফেরকাতেও হচ্ছে একই আওয়াজ।
সবাই বলে অমুক খারাপ, ভাল তবে কে?
পরের গীবত করে বেড়ায় ভাল কি আর সে?
নিজে বড় করতে প্রমাণ, থাকেন পেরেশান,
অন্যের ভাল দেখলে তারা, হয় যে অপমান
এমন লোকে আজকে দেখি ভরেছে সমাজ,
অন্য লোকের দোষ ধরা নয় ভাল লোকের কাজ।
দাড়ি টুপি সব  যে একই দাওয়াতটা এক নয়,
কোরআন হাদীস এক যে তাদের, দন্দ কেন হয়?
সবাই বলে শ্রোতাদেরকে থাকতে সাব-ধান,
একেক জনের একেক কথা কেন ব্যবধান।
আমরা যাবো কোন পথে আজ আলেমেরা বলো,
তোমরা সবাই এক হয়ে আগে এককাতারে চলো।
নিজেই নিজের ঈমান নিয়ে নেই কোরআনের পথে,
কেমন করে থাকবে মানুষ তোমাদেরই সাথে।
তোমরা যদি মিলে মিশে থাকতে নাহি শিখো,
থাকবেনা আর মানুষ সকল আলেম ওলামার মুখো।
নিজেই চলবে নিজের মত শুনবে না আর বারণ,
এমন হলে
কোরআনের রাজ কায়েম হওয়ার নেই তো কারণ।