মানুষ কত নিচে নেমেছে দখেলে না তো কেউ,
শুখনা গাঙ্গে তুলছে তারা উথাল পাতাল ঢেউ,
পুলিশের কাছে জনতা নয়, কর্মী নেতার কাছে,
কারো কাছে আজ কেউ নিরাপদ নেই তো আশে পাশে।
দাড়োগাই আজ করছে চুরি হচ্ছে যে গ্রেপতার,
আসামিদের পক্ষ নিয়ে পুলিশ একাকার,
ডাক্তার আজ রুগী মারে সেবার অযুহাতে,
পরকিয়া বাড়ছে অনেক ধরা পরছে হাতেনাতে।
ইমাম খতিব অহরহ করছে বলাৎকার,
যারা করে প্রচারনা নৈতিক শিক্ষার।
তাদের কাছেই নৈতিকতা করছে পরাজয়,
এমন যদি চলতে থাকে সত্যি ঘটবে বিপর্যয়,
আসামিকে ছেড়ে দিয়ে বাদীকে দেয় জেল,
সত্যটাকে মিথ্যে করার চলছে বড় খেল।
মন্দীরেতে ঠাকুর মশাই করছে যে ধর্ষণ,
আড়াধোনা করে ঠাকুর বাড়ায় আকর্ষণ।
আপত্তিকর অবস্থাতে একশো টাকার মামলা,
এমন হলে হাজার জায়গায় হবেনা তো হামলা
অনেকেই পরকিয়ায় করবে নিশি যাপন,
নিজের বউকে দুরে রেখে, করবে পরের বউকে আপন।
এত সস্তা সাজা আছে জানতো না এই জাতী,
জানলে যুব সমাজের আজ হতনা দুর্গতি।
দুধে পানি মেশাতো ভাই এটাই মোরা জানি,
এখন, দুধ দোহনের আগে রাখে বালতি ভরা পানি।
সিগারেট তো এমনিই আছে চরম ক্ষতিকর,
সেটাও নাকি নকল কিছু হইছে আবিস্কার,
সবাই জানি অপবিত্র পশুপাখির মুত,
মানুষ হয়েও খাচ্ছে পশু গরুর মুত।
সেটাও আজি হচ্ছে নকল সারা ভারতে,
আর কি বাকি জান না কি তোমরা এজগতে?
মরা মানুষ আইসিইউতে রাখে কয়েক ঘন্টা
লক্ষ টাকা বিল ধরাতে কাঁদেনা চোরের মনটা।
ওরা মানুষ হলেও পশুর চেয়ে নিকৃষ্ট অতি ,
সব মানুষই এমন হলে জগতের কি গতি?
মাছের ভিতর সিসা দিয়ে ওজন বৃদ্ধি করে,
হাজার টাকার জায়গায় ওরা লাখে পকেট ভরে।
সবুজ শাকে রং মিশিয়ে বানাচ্ছে তা লাল,
মরা শাকরে সতেজ করতে মেশাচ্ছে ভেজাল।
তেলের কথা বলতে গেলে জানতে হবে ভাই,
ষাট টাকার তেল দুশো টাকা এর চেয়ে জানা নাই,
ফলের কি যে মেশায় কিছুই জানিনা,
রং দেখে মন চাইলেও সেই স্বাদ পাইনা।
রিক্সাওয়ালা কর্ম দেখে আমি দিশে হারা,
লকডাউনে বিশ টাকার পথ চায় দুশো টাকা ভাড়া।
চেয়ারম্যান আর মেম্বরে খায় গরিব দুখির ত্রান,
যা দেখে আর রইল না আর মানি লোকের মান।
রাস্তা করে ঠিকাদারে দেয় রডের বদলে বাঁশ,
পড়া ছাড়াই মাস্টারে দেয় ছাত্রের অটো পাশ।
ব্যাংকের টাকা চুরি করে ব্যাংকের ম্যানেজারে,
সেই টাকার চাপ পরে এসে গ্রাহকদের উপরে।
কেউ বা যদি করে ও ভাই একটু ভাল কাম,
সবাই মিলে বুদ্ধি করে করতে তারে খাম।
সব ডাক্তারের ভিজিট লাগে পাঁচশ নয় হাাজার,
কেউ যদি নেয় কম কিছু বা উন্মুক্ত বাজার,
তার পেছনেই লাগবে সকল কষাই নামের লোক,
মামলা হামলার ভয় দেখাবে রাঙাবে দু চোখ।
নিজে ভাল করবে না কিছু সারাটি জীবন,
অন্য জনে করলে কিছু বাড়ে জ্বালাতন।
ধর্ষণ করলে হয়না বিচার বিয়ের বেলায় বাঁধা,
নারী পুরুষ মিলন করলে একশো টাকার ধাঁধা।
বিয়ের বয়স ছেলের একুশ মেয়ের আঠারো,
বিয়ে ছাড়াই যে যা পারো ইচ্ছে মত করো।
পরলে ধরা একশো টাকা হবে জরিমানা,
বিয়ের আগে এই সুযোগটা হাত ছাড়া কইরোনা।
তবে এটাও মনে রেখো মরতে হবে কিন্তু ,
সেদিন বিচার কম বা বেশি হবেনা এক বিন্দু।
সঠিক সাজাই পেতে হবে এটাই সত্য কথা,
এটাই সদা রেখো ভাইরে হৃদয়েতে গাঁথা।
ওদের বিচার লোক দেখানো মানুষ ভেদে হয়,
এসব করে পার পাবে না পতন তো নিশ্চয়।