আয়ের পথটা সংকুচিত ব্যয় যে সীমাহিন
স্বল্প আয়ে অধিক ব্যয়ে চলবে কতদিন।
বেতন পাবে ৬০ শাতাংশ তারউপরেও ট্যাক্স
কম নেই কিছু লাভ নাই বলে যতই করো ফ্যাক্স
জিনিসের দাম অধিক মাত্রা বাড়ছে হু হু করে
পারছিনা আর ব্যয় মেটাতে অল্প হিসেব ধরে।
দুইশ টাকার চাপকিরে ভাই একশ টাকায় সারে?
বোকার মত খেটেই গেলাম সারাজীবন ভরে।
জমিদারের হুকুম মেনে টানছি কত ঘানি,
বিপদ বেলাও নেই কো তাদের একটু চোখে পানি।
কত কষ্ট করছি মোরা মালিক ভাল রাখতে ,
তারাই এখন বাধ্য করে চাকরিটাকে ছাড়তে।
কত লোক যে চাকরী হারা জানেন কি কেউ ভাই,
সরকারী বা বেসরকারী কোথাও হিসেব নাই।
চারি দিকে শুনছি শুধু চাকরী নাই রে নাই,
এই অসমায় কোথায় গিয়ে আবার চাকরী পাই।
কত কিছু করছে তারা সংসারটাকে রাখতে চলমান
আয়ের চেয়ে ব্যয় বেশিতে সবাই পেরেশান।
সরকার বা আমলারা সব একটু নজর দিলে
ছাটাই যারা হচ্ছে তাদের শ্রম, যেতনা বিফলে।