মা ..... গো .... মা..., মা..... গো.... মা...,
তোমার পদতলে আমার আসল ঠিকানা।
এই ভূবনে তুমি আমার স্বর্গ মা গো
আমি কভু ভুলিনা
তোমার পদতলে আমার আসল ঠিকানা।


এজীবন যদি মা গো যায় চলে যায়
সুন্দর পৃথিবীটা যদি গো হারায়
তোমার দুধের ঋণ শোধ হবেনা
তোমার পদতলে আমার আসল ঠিকানা।
মা ..... গো .... মা..., মা..... গো.... মা...,
তোমার পদতলে আমার আসল ঠিকানা।


হঠাৎ যদি মোর জীবন পাখি
খাঁচা ভেঙ্গে যায় উড়ে যায়,
শুন্য দেহখানি মাটিতে লুটাবে জানি
আর কভু মা বলে ডাক দেবনা
মা গো তোমার পদতলে আমার সুখের ঠিকানা।


ক্ষনিক পরে মা গো সবাই মিলে
মাটির ঘরে দেবে রাখিয়া
ঐ গহীণ কবরে মা গো থাকবেনা কোন বিছানা
যাবার আগে মা গো বিনয় করে তব দারে চাইছি ক্ষমা
মা গো তোমার পদতলে আমার সুখের ঠিকানা।
মা গো তোমার পদতলে আমার আসল ঠিকানা।