হে রাসূল - -- ভূলি নি  তোমায়, আমি ভূলিনি তোমায়
বারে বারে চায় যেতে এ মন-- তোমারই রওজায়।
ভূলিনি তোমায়


তুমি ছিলে মানুষের সরল পথের --দিশারী--,
জীবন দিয়েও কি, পাবো- দেখা কভূ  তোমারই।


শত জুলুমেও যারা ছাড়েনি যে পথ,
দীন কায়েমে যারা নিয়েছে শপথ
তাদেরই গল্প বলি তোমায়,
ভূলনা আমায়। ----ঐ


জীবন বিলিয়ে দিলে অকাতরে,
রক্তে রাঙ্গালো দেহ পাথর মেরে,
আবুজেহেলরা কভু চিনলনা তোমারে
রক্তে রাঙ্গালো দেহ পাথর মেরে,


জীবনে কভু না যেন তোমায় ভুলি,
শেষ বিচারের দিনে কাছে নিও – দু হাত তুলি
যত দিন বাচি গো এই ধরার বুকে
তোমায় না ভুলি যেন সুখে দুখে,


করি এই ফরিয়াদ, যেন পাই গো নাজাত
তোমারই নামেরই উসিলায়,
ভুলিনি তোমায়।