চারদিকে সব ধর্ষকেরা ধর্ষণ করে যায়,
ধর্ষিতা বোন কেদে কেদেও বিচার নাহি পায়,
কেউ বা আবার সেচ্ছায় যায় করো বিছানায়,
কদিন বাদে ধর্ষিতা সেজে সেও বিচার চায়,
এটা আবার কেমন দাবি কেউ তো না জিগায়,
নিপিড়ীত মানুষ গুলি করছে হায়রে হায়,
বিচারক তো বসে থাকে খালি হাতে সদা
নিজে তো রায় দেয়না তাই, তার গায়ে লাগেনা কাদা
এমন সমাজ জাহিলিয়াতেও ছিলনা একদম,
যেই ভাবে হয় গুম খুন আর ধর্ষণ হরদম।
মানুষ মারার নানা রকম হিংস্র কৌশল
পুলিশ কি বা পাবলিক (...) করে জানোয়ারের দল।
মানুষের মাঝে শ্রোদ্ধা ভক্তি ক্রমেই পাচ্ছে হৃাস,
হায়নারা সব মানুষের আজ হৃদয় করেছে গ্রাস।
এই সমাজ তো চাই না, চাই মানুষের জনপদ,
বাগান থাকবে ফুলে ভরা আর মাছে ভরা নদ।


সুখে দুখে থাকবে মানুষ একে অপরের পাশে,
নির্ভয়ে সব থাকবে সবাই সোনার বাংলাদেশে।
কেউ কভু আর করবে না কারো চরিত্র হরণ,
অন্যায়ে কেউ জড়াবে না কভু আসিলেও মরন।
এমন দৃঢ় ঈমান নিয়ে বাঁচতে মোরা চাই।
অন্যায় কিছু ঘটলেও যেন বিচার মোরা পাই।
বিচারহীনে মানুষ কিন্তু পশুর সমান মূল্য,
বিচারক সে যেই হোকনা নেই কানা কড়ি মূল্য।
ধর্ষকেরা পার পেলে ভাই ধর্ষিতরা কাঁদে,
নিজেও একদিন পরবেরে ভাই ধর্ষনেরই ফাঁদে।