কেমন মানুষ  হলাম মোরা শুকরিয়া নাই কোন,
শত  জিনিস পেলেও মোদের
মন ভরে না যেন,
এক বেলাতেও পেট পোরেনি,  এখন যে  তিনবেলা
শুকরিয়া নাই তবু আছে চাহিদার সব মেলা,
শতে না তার মন ভরিবে হাজার চাহিদা,
হাজার পেলেও শুকরিয়া নাই এটা কোন কায়দা,
কিছু মানুষ হাজার পেলেও খুশি নাহি হয়
কার বা আছে সাধ্য তাহার মন করিবে জয়,
শত দিলেও মন ভরেনা চোখ ভরে না ভাই,
এমন লোককে খুশি করতে কোথায় আমি যাই,
সারাজীবন করলাম সেবা ভুলবো কি আবার
যতই দেইনা কেন সে যে হাজারেও ব্যাজার।
বেতন যখন তিন, ছিল তেরর প্রত্যাশী,
এখন বেতন ত্রিশ, তবু হয়নি তো সে খুশি।
এমন লোকের নাই কো অভাব বিশাল জগত জুড়ি,
এটাই পেলাম বাস্তবতা দেশ বিদেশে ঘুরি।
কিছু মানুষ নামেই শুধু কাজে যায়না বোঝা,
ক্ষনেই মানুষ ক্ষনেই পশু নয় কো চেনা সোজা।
এমন জীবন করবে গঠন মরেও যেন চেতন,
শোক জানাবে ভূবন বাসি কবর হবে আপন।
ভোগ বিলাসি জীবনই নয় স্থায়ী সুখের নীড়,
মরলে যদি তোমার বাড়ি মানুষের না হয় ভীর।