দে দে স্কুল খুইলা দে আর দেড়ি করিস না,
দে দে স্কুল খুইলা দে আর দেড়ি করিসনা,
পড়তে যাবে স্কুলে আমার মণি সোনা,


বাসায় বসে পড়তে চায়না আমার ছেলে মেয়ে,
রোজ সকালে পড়তে চায় স্কুলেতে গিয়ে,
হাটবাজারে ভীর হচ্ছেই  তো কিসের ভাবনা,
স্বাস্থ্যবিধি মেনেই আজ স্কুল খুলনা,
স্বাস্থ্যবিধি মেনেই আজ স্কুল খুলনা,


দে দে স্কুল খুইলা দে আর দেড়ি করিসনা,
পড়তে যাবে স্কুলে আমার মণি সোনা,
তোমরা যারা অনলাইনে করছো কিছু ক্লাস,
সেটা আবার ইন্টারনেটে করে দিচ্ছ ফ্লাস,
পাঁচ শতাংশ মানুষও তা বুঝতে পারছেনা
দয়া করে এসব রেখে স্কুল খুলনা,
স্কুলেতে পড়বে গিয়ে আমার মণি সোনা।-২
দে দে স্কুল খুইলা দে আর দেড়ি করিসনা,
পড়তে যাবে স্কুলে আমার মণি সোনা,


দেশে ক-রোনা এলো স্কুলও বন্ধ হলো,
সব কিছুই তো খুলে কিন্তু স্কুল খুলেনা
সব কিছুই তো খুলে কিন্তু স্কুল খুলেনা
ছাত্র-ছাত্রীর স্কুল ছাড়া ভাল লাগেনা,
স্কুল ছাড়া তাদের পড়তে ভাল লাগেনা।
সব কিছু খুলিয়া বাঁচাও দেশের অর্থনীতি,
স্কুল খুলতে করছো কেন এমন রাজনীতি।
সবার মুল্য আছে দেশে শিক্ষার মুল্য নাই,
কোথায় গিয়ে এই অবিচারের ন্যায্য বিচার চাই?
দে দে স্কুল খুইলা দে আর দেড়ি করিসনা,
পড়তে যাবে স্কুলে আমার মণি সোনা,


বন্ধ থাকায় স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা,
ছাত্ররা আজ নামছে কাজে ছাইড়া পড়ার আশা-২
কেউবা আবার অপকর্ম করছে টাকার লোভে,
পিতা মাতারা  ভাবছে শুধু স্কুল খুলবে কবে।
তারাতারি না খুলিলে ছেলের বিদ্যালয়,
ছেলে বিপদগামি হলে কে নিবে তার দায়?
এমনিতেই সমাজের আজ করুন বেহাল দশা,
সুযোগ পেলে ছেলে মেয়েরা ধরবে মরণ নেশা।
দেশে ক-রোনা এলো স্কুলও বন্ধ হলো,
সব কিছুই তো খুলে কিন্তু স্কুল খুলেনা