রণ বন ঝড়, সাগর পেরিয়ে তবধার বারেবারে,
হৃদয়ে জমানো গান শুনাতে আবার আসিব ফিরে,
ছোট্ট বেলার বিকেল যদিও আর পাবোনা ফিরে.
তবু অনেক কথাই রয়েছে বাঁকি সেসব বিকেল ঘিরে।


সময় যদি হয় কখনো বলল সেসব কথা,
সেই বিকেলের যেসব  সৃতি আজঅবধি গাঁথা।
বিশটি বছর পার হয়েছে আজও মনে পরে,
সারাক্ষণ তব চেনা মুখ চোখে ভেসে ওঠে বারেবারে।
সেই বিকেলের খেলার কথা ভুলতে পারিনি আজও,
পড়তে আমার মন বসেনা ভাললাগেনা কাজও।


আসল রংএ জীবনটাকে রাঙাতে শেষবারে,
যদি কথা দাও তবে শুনে নাও আবার আসিব ফিরে।