আমি ক্ষণে ক্ষণে ভাবি শুধু  তোমার কথা-২
তুমি যদি ভাবতা আমায়-
অন্তর চোখে দেখতা আমায়,
তুমি  আছ  বলে তাই-
অবসরে  গান গাই
প্রাণ পাই খুঁজে হলে তোমার দেখা-
আমি ক্ষণে ক্ষণে ভাবি শুধু তোমার কথা।


তোমার আপা আমার সাথে --
ঝগড়া করে দিনে রাতে,
বোঝালে বোঝেনা কথা মানেনা বারন-২
শুধু জানতে চায়, শুধু জানতে চায়-
তোমার আমার প্রেমের কারণ।


সংসার নয় তো তুষের আগুণ-
তোমার আপা যেন বাড়ায় দ্বিগুণ-
দু:খ আমার একটাই শুধু মনেই গাঁথা
তোর আপা বুঝলো না মোর মনের ব্যথা।২


একটা গানের অনুকরণে গান। (এই পাতায়ই লেখা-১৩/০৫/১৪)