রহমত, মাগফেরাত, নাজাত নিয়ে-
রোজা এলো দেখ বছর ঘুরে,
আমরা পেরেছি কি তার সম্মান দিতে,
পেরেছি কি তার মোহ নিতে?


বিদায় নিতে চায় মাহে রমজান,
দিতে হবে যেতে এই তো বিধান।
আবার যেন মোরা পাই গো তোমায়,
সেই আশায় তোমায় দিচ্ছি বিদায়।


রোজার পরে আসবে খুশির এক ঈদ,
তাই তো বলে ভাই কোরআন মাজিদ।
রোজা যাদের কবুল হবে তারাই ভাগবান,
এর পুরস্কার আল্লাহ নিজেই বলছে আলকুরআন।


নামাজ পরে তোমরা সবাই দোয়া করো ভাই,
রোজহাশরের কঠিন দিনে যেন নাজাত পাই।
আল্লাহ মোদের ক্ষমা কর আমরা গোনাহগার,
কিন্তু মোরা রোজার মাসে সবাই রোজাদার।


সিয়ামের  উসিলায় প্রভু করো গো নাজাত,
তোমার কাছে করি সদা  এই মোনাজাত।
এই রোজাতে না পাই যদি রোজার ফজিলত,
জীবন মোদের বিফল হবে আসলে কিয়ামত।


২৬/০৭/১৪- ২৭-রমজান।