সুখের হাসি দেখতে তেমন যায়না কারো এসে,
কিন্তু কেমন লাগেব যদি দু:খ নিজেই হাসে?
দু:খ হলো কষ্ট আর যন্ত্রণার এক নাম,
যার ছোঁয়াতে অশ্রু নামে গায়ে ঝড়ে ঘাম।


সেটাও নাকি হাসতে জানে শুনেও হাসি পায়,
হাস্যকর এ হাসি কেমন দেখতে মনে চায়।
হাসিটাকে করতে পারি তিনটি ভাগে ভাগ,
এমন কথা শুনে আবার কেউ করোনা রাগ।


প্রথম হাসি মনের সুখে, পরে গল্পে মুখে মুখে,
শেষ হাসিটা হাসে কেউ কেউ মনের অতি দু:খে।
সত্যিই এমন হয় কখনো কারো কারো জন্য,
দু:খে যারা হাসতে জানে, তাতেই তারা ধন্য।


দু:খ যাদের নিত্য সাথী, হাসার কিছু নাই,
বাঁচার প্রয়াশ আছে অতি দু:খেও হাসে তাই।
দু:খ ছাড়া নাই কিছু যার, দু:খই ভালবাসে,
ওদের হাসি দেখে দেখে দু:খরাও যে হাসে।


২৭/০৭/১৪ এই পাতায়......