দু:খ আমার তাদের জন্য
লেখক কিব সাহিত্যিক,
হাজার কোটি অবদান
হয় তারা ঐতিহাসিক।
দেশ সমাজ আর পরিবারে
রাখছে অবদা ন,
দেশের কাছে পায়নি কিছু
পাইল শুধু অপমান।
মরার আগে জাতি পড়ে
তাদের লেখা সাহিত্য
মরার পরে তাদের যে রুপ
বুঝিনা তার মাহাত্ত্ব।


কোথাও যদি মরে কভু
লেখক সাহিত্যিক কবি,
খবর জানায় টেলিভিশন,
পত্রিকা ছাপায় ছবি।
মহান মানুষ ছিলেন তিনি
সবাই এমন বলে,
মরার আগে কেই দেখেনি
গিয়ে হাসপাতালে।
দুদিন ব্যপি টিভি চ্যানেল
খবর দেখায় তার,
তিন দিন পরেও ঐ লেখকের
খবর নেয়না আর।
অর্থাভাবে চিকিৎসা না
করতে পারে শেষ,
তাই অকালে হয় অনেক কবির
জীবন অবষেশ।


দেশের মান্যগণ্য ব্যক্তিরা সব
শোক বাণীতে মাতি,
লেখক কবি মরলে নিরব হয়
দেশের অপুরনীয় ক্ষতি।
বাণী দিয়ে মানি লোকের
একটু করি মান্য,
লেখক পরিবারের স্বার্থে
ভাবিনা সামান্য।