শোনহে তোমরা শোন- মিছে নয় কিছু সবই বাস্তব যেন,
ফেরাউন আর নমরুদ কোথায় সেই কথাটা জানো।
পায় নাই কেহ পায় নাই সুখ, জুলুম করে পায় নাই,
ভয় নাই ওরে ভয় নাই, শোন মাজুলুমেরা ভয় নাই।
লাখ মানুষের কন্ঠে যেদিন ধ্বনিত হবে প্রতিবাদী শ্লোগান,
সেদিন খুশিতে  উদ্ভাসিত হবে, লাখ মাজলুমের প্রাণ।
এখন যারা স্বশস্ত্র সন্ত্রাসী আর দিব্য জুলুমকারী,
সময় ব্যবধানে ফকির- তারা করবে আহাজারী।
যত বড়ই হওনা তুমি মন্ত্রী কিংবা আমলা,
পার পাবেনা হবেই তোমার নির্যাতনের মামলা।
মন্ত্রীরা কি হিংস্র পশু এমপিরা তার ছায়,
মানুষ গুলো সামনে পেলে পারলে ধরে খায়।
হিংসুকেরা হিংসে করে নিন্দুকেরা নিন্দা,
জাগলে জাতী ধান্দাবাজের টিকবেনা কো ধান্দা।
নিরাপরাধ লোকগুলোরে করছো জেলে বন্ধি,
ভাঙ্গবে তালা অগ্নিশালার এই জনতার সন্ধি।
সাবধান হও আছো যত ভিনদেশি সব মন্ত্রী,
জনতার রোষানলে তব টিকবেনা কোন তন্ত্রী।
দু'দিন ধরে করছ তোমরা রসের বাহাদুরী,
আইন করছ রংবেঙের, যেন বাপের জমিদারী।
দেশের খেয়ে দেশের পরে ঘুরছো বিদেশ ভারী,
পরশী সঙ্গে;  নাই তো ক্ষতি, খরচা তো সরকারী।