আজকে আমি বাঁচিতেছি হয়ে বড়ই  স্বার্থপর
অধমের মত স্বার্থ বিলিয়ে করছি পরপোকার।
কোনদিন  লোকে বলবে আমাকে এতই স্বাথপর?
সেদিনই আসবে বন্ধ হয়ে শত্রু পরাপর।
যতই ক্ষত-বিক্ষত কর এজীবনে নাহি ভয়,
শতবাঁধাতেও থাকব তোমাতে -
যদি একটু পরপোকার হয়?


মানুষ শুধু নয় মানুষের পশুর তরেও সে,
মানুষ শুধু মানুষের হলে অন্যের তরে কে?
মানুষের মাঝে অমানুষ কিছু আছে বিদ্যমান,
মানুষ সে তো নয়কো য়েন পশুদের সমান।
মানুষ ভেবে অমানুষদের করতে গিয়ে ধন্য,
রিক্ত হস্ত সিক্ত নয়ন পরপোকারের জন্য।


চলমান------------------


৩০।০৮।১৫