বিদায় বন্ধু বিদায়
সেই ব্যথাতে কাঁদছে যেন হৃদয়।
একসাথে মোরা ছিলাম, মোদের ছিল চেনা জানা-
অন্যায় কিছু দেখলে মোদের করতে কত মানা,
কিছু মেনেছি মানিনাই কত দিয়েছি মনে ব্যথা।
ছোট ভাই ভগ্নী, ছিল গো সঙ্গী কষ্ট নিওনা আর,
সামনে তোমাদের পথটি যেন আপার সম্ভাবনার।


তব চরণে মম শ্রদ্ধা করছি নিবেদন,
উঁচু শীর লয়ে হেন উল্লাসে-
বারেক দেখার রইল আবেদন।
যেথায় থাকো সুখে থেকো-
রেখো দেশের প্রতি মায়া,
তব শিক্ষা দেশ ও দশের লাগুক কাজে-
এটাই রইল দোয়া।
বিদায় দিতে চায়না এ মন, তবুও দিতে হয়,
নইলে ধরীত্রি তব পাবেনা পরিচয়।


মোদের জন্য করবে দোয়া-
রাখতে মোদের স্মৃতি,
অনেক উঁচু হয় গো যেন-
উত্তরা ইউনিভার্সিটি।
তব পথ থরে আমরাও যেন ছুঁইতে পারি জয়,
দেশের সকল পদে আমরা আছি এমন যেন হয়।
সকল পদের মূল ভূমিকায় সিভিল ইঞ্জিনিয়ার,
থাকুক হয়ে তোমাদের সাবাই মোদের অহংকার।


কবিতাটি আমার বিশ্ববিদ্যালয়ের একটি বিদায় অনুষ্ঠান উপলক্ষে লেখা।