সৈরাচার
এস এম সাইফুল ইসলাম


বাবা গেল বাকশাল করে, জিয়ার গণতন্ত্র,
আর্মি পুলিশ বিজিবি যে মেয়েটার মূল মন্ত্র।
দেশ চালাতে এরশাদ ছিল অটল সৈরাচার,
তার আমলে হয়েছে যে অনেক অত্যাচার।
এদেশ তবু রক্ষা পেল হায়নার হাত থেকে,
বিশ্ব এখন বিস্মিত হয় বাংলার শাসন দেখে।
কি জুগ এল কি শাসনের শুরু হল পালা,
হায়নার চেয়েও হিংস্র ওরা রক্তে করে খেলা।


দোষিরা হয় নির্দোষ, আর নির্দোষিরা দোষি,
বিচারকের দোষ ঘটলে কেমনে হিসাব কষি?
পুলিশ দেখে হয়না সাহস চাইতে কোন সেবা,
পুলিশ ছাড়া আম জনতার দেখার আছে কেবা?
সেই পুলিশের শুনলে ভাষা আঁৎকে ওঠে গা,
ভাবছি ভাল হবে কবে, ঐ কুকুরের ছা।
সঠিক কথা বলতে মানা, নেই তো কোন কারণ,
বললে কথা ঘটবে হেথা কারাগাড়ে মরণ।


এমন দেশটি তোমারা কেহ দখতে যদি চাও,
জলদি করে টিকিট কেটে বাংলাদেশে যাও।
সেথায় গেলে দেখতে পাবে মেয়ে রাজার দেখা,
শুনতে পাবে তার মুখেতে সৈরাচারের কথা।
কত প্রকার কিকি বড় হগো সৈরাচার,
সবগুলিতেই রপ্ত আছেন আমাদের সরকার।