সকালে ঘুম থেকে উঠেই প্রস্তুতি কর্মে যাবার,
অভাবের সংসার টাকার যে বড় দরকার,
তাই বেড়িয়েছি ভাতের বাটিটা হাতে দুর পথে,
কোথাও কোন কর্ম  আছে কি না তারই সন্ধানে।


পথে বেড়িয়েই দেখি সারি সারি পুলিশ আর পুলিশ
হাতে সাবারই বড় বড় অস্ত্র সজ্জিত লাইনে দাড়ানো,
বুঝতে পারি নাই যে কিসের সমাবেশ পন্ড করানো,
তাদের মূল লক্ষ, তাই তো এমন সাজে সাজানো।


আর্মি দেখেই বুক যেন ধরফর ধরফর করে,
আর সেই ৭১ এর কথা আবার মনে পরে,
খাকি পোশাকের পশু গুলো যে কি তান্ডব চালিয়েছিল,
আর মুখে বলেছিল "তুম শালে লারকি, হাম তুমকো নাহি দেকা, বাঙ্গাল শোয়ারকে বাচ্চা"
কানে তালা লেগে যায়, তাদের সেই
মুহুর মুহুর গুলির শব্দে,
সেই শব্দ এখনো কানে বাজে? স্বাধীনতা কি এখনো পুলিশের হাতে বন্ধি?
তবে কি আমাদের করতে হবে অন্যায়ের কাছে সন্ধি?
জীবনের ঝুকি এখনো কাটেনি, ভয় হয় কখন যেন পুলিশের গুলিতে প্রাণ যায়!
মিছিলে তো সবই আমাদের ছেলেরা,তবে কি আছে বৃষ্টির মত গুলি বর্ষনের দরকার?
তবুও ছাড়েনা নিরিহের প্রতি জুলুম যেন এ সরকার।
পল্টনে যেন মুহুর মুহুর গুলির  আওয়াজ শুনি,
আমার মনে হয় এ যেন সেই ৭১ এর ধ্বনি।