খুকুমনি:
মো: সাইফুল ইসলাম


ঐ দেখ খুকমনি আকাশে চাঁদ উঠল,
তারারা তো একে আলো দিতে ছুটল।
লাল তারা, নীল তারা, শত তারা আকাশে,
মেঘেরা যে ছুটে চলে যেন হীম বাতাসে।
হেটে চল খুকুমনি তারাদের ধরতে
দেখবে তারাদের ছুটে ছুটে পরতে।
ভোরের তারারা নাকি হাছা খুব সুন্দর,
দেব তোমায় গুনে গুনে নিও ভরে অন্তর।


খুকু বলে তারাদের সাথে কে কে থাকে?
সবাই কে নিমন্ত্রণ দিও আজ রাতে।
আজ রাতে খুকুমনির সব সেরা বায়না,
যে করেই হোক তারাদের দিতে হবে আইনা।
দিবো কথা খুকুকে দিয়েছি যে আগে,
পারবোনা যদি তারা ঢেকে যায় মেঘে।
মেঘের কালো ধোঁয়ায় যদি তারা ঢাকে,
কি দিয়ে বোঝাবো যে খুকুকে আজ রাতে?