সোনার বাংলা গড়তে মোরা বদ্ধ পরিকর
ডিজিটাল দেশ করতে হয় উপগ্রহ আবিস্কার।
ঘরে ঘরে বিদ্যুৎ ইন্টারনেট আর টিভি
বসে বসেই দেখা যায় অপকর্ম সবই
ঘরে ঘরে ধর্ষণ, হচ্ছে তা দর্শন আজ না হয় কাল
দেশটা দেখো কোথায় গেছে হয়ে ডিজিটাল,
ডিজিটালের ভাইরাজে আজ আক্রান্ত দেশ
কুলি মজুর আলেম ইমাম সবাই যেন শেষ
ডিজিটালের   ছোয়ায় আলেমরাও ধর্ষণ শিখেছে
ধিরে ধিরে সমাজটা আজ কোথায় নেমেছে।
বাঙ্গালিরা ঘরে ঘরে চাকরি চেয়েছে
বিনিময়ে সবার ঘরে ধর্ষণ পেয়েছে।
বাবা চাচার কাছেও নয়কো নারী নিরাপদ
কান্ড দেখে মনে হয় এ এক আদীম জনপদ
ধর্ষনে ধর্ষণে আজ ছেয়ে গেছে দেশ
কেউ কেউ বলে এটাই নাকি সেই ডিজিটাল দেশ


আগে ছিল লাখে একটা যৌবনে ধর্ষণ
শিশু থেকে বৃদ্ধাতে আজ হয়েছে অর্জন
শিশু থেকে বৃদ্ধা,  আজ কেউ নিরাপদ নয়
মানুষ ই নয় শুধু এখন পশুও ধর্ষণ হয়
গরুর পরে পুলিশ দারা ছাগল হয় ধর্ষণ
আমার দেখা ডিজিটালের সর্বশেষ অর্জন
ছয় বছরের শিশুকে হয় ধর্ষণ পালাক্রমে  
এমন খবর পত্রিকাতে আসছে থেমে থেমে
বাবা করছে মেয়েকে আর, শশুর ছেলের বউ
এত ধর্ষণ হচ্ছে তবু বিচার পায়না কেউ।
বিচার হলে সব অপরাধ চলে যাবে দুরে
অবিচারে দেশ ও সসাজ যায় ব্যভিচারে ভরে


......... চলমান