ধর্ষণ
এসএম সাইফুল ইসলাম


দেশে আজ নাই কোন প্রতিবাদ,
লোক দেখানো শুধু প্রচার হয় সংবাদ,
কোন কিছু হলে অমানবিক,
দেখতে পাওয়া যায় কিছু সাংবাদিক,
প্রচার করে কিছু ঘটনা,
অপরাধী কারা সেটা বলেনা।


কিছু লোক করে মানব বন্ধন,
পরিবার করে শুধু ক্রন্দন,
পুলিশেরা দেয় এক বিবৃতি,
শান্ত করতে সেই পরিস্থিতি,


বুদ্ধিজীবিরা করে টকশো,
অভিযোগে ভরে যায় বাক্স,
বিবাদীরা হয় যিদি সরকারী লোক,
প্রশাসনও দেয়না ঐদিকে চোখ,
নাস্তিকেরা খোজে শুধু ধর্মিয় ঘ্রান,
পেয়ে গেলে তারা যেন পায় ফিরে প্রান।
সাংবাদিক যদি বলে লেখে দোষিদের কথা,
পরদিন ধানক্ষেতে পরে থাকে মাথা।
ফেসবুকে যদি কেউ করে প্রদিবাদ,
রিমান্ড আর অত্যাচারে তার জীবন বাদ।


সব খানে চলে আজ শুধু পেশি শক্তি,
মাজলুম পাচ্ছেনা নিশ্চিত মুক্তি,
পুলিশের কাছে যদি চায় গো বিচার,
বিবাদীর ডরে আরো করে অনাচার,
লেখা লেখি চলে কত সুন্দর বাক্যে,
সাগর রুনি মিতু- নুসরাতের পক্ষে,
ক‘দিন বাদেই দেখি যা ছিল পক্ষে,
সবই উল্টে গেছে ঐ মিথ্যে সাক্ষে।


সাগর রুনি মিতুর হয়নি বিচার,
কত লোক কত কথা করেছে প্রচার,
এখন আবার তারা করে মায় কান্না,
আসলে ত মন থেকে কেউ বিচার চান্না।


কেউ বলে খুনিরা কেউ পাবে না পার,
সব খুনির হবে হবেই হবে সঠিক বিচার।
সবই যেন এক নাটকিয় উক্তি
সত্য বলার যেন কারো শক্তি।
শাষকের উচ্ছিষ্ট খেয়ে বাচে যারা,
সংবাদ মাধ্যম আর বড় পদে যারা,
তারা কি শাষক দলের শাস্তিটা চাইবে?
যদি চায় তবে কি আর ঐ পদ থাকবে?