শোনরে তোরা কান মেলিয়া আবাল বাঙালি,
সচেতন না হয়ে তোরা কোথায় পালাবি,
শিল্পপতি পায়না সেবা
এইকরোনার জ্বরে
তাই তো রে ভাই প্রীন্সের মালিক
কুয়েত মৈত্রীর বাথরুমেতে মরে,
খাবার দেয়না দেয়না ঔষধ না দেয় কোন সেবা
এত লোকের অসুখ হলে নিত্য দেখে কেবা,
তাই বলি কি থাকনা ঘরে ধৈর্য নিয়ে সাথে
তবেই মরন হবেনা তোর ঐ করোনার হাতে,
হইলে তোমার করোনা আর নিস্তার নেই তাতে
মারবে তোমায় ধুকে ধুকে এখান ওখান নিতে।
তাই তো বলি ঘরেই থাকো বের হইওনা আর,
বাঁচলে তুমি দেশ বাঁচবে,  বাঁচবে যে সরকার।
দেশ ও দশের জন্য তোমায় থাকতে হবে ঘরে
নইলে তোমার নিশ্চিত মরণ যাইবে কবরে।
শিল্পপতি বিত্তবানরাও অবহেলায় মরে,
আমি তুমি তুচ্ছ সেথায় বলবে গিয়ে কারে?
তাই বলছি ঘরই তোমার নিরপদ আর আসল ঠিকানা
দয়া করে ঘরেই থাকো বিনা কাজে বাইরে যেওনা।