কেমন করে কোন ভাবনায় মোড়ল হতে চাও?
অন্যায় ভাবে মানুষ মারে তাদের পক্ষই নাও,
দেখতে তুমি পাওনা কি ঐ ইজরাইলের বোমা,
তোমার জন্য নাই তো কারো হৃদয়েতে ক্ষমা।
নিরিহ ঐ মুসলিমরাও মানুষ ছিল বটে,
চাইনা মোরা এই ঘটানা তোমাদের না ঘটে,
মানুষ মোরা সবার আছে বাঁচার অধিকার,
দেখনা চেয়ে ফিলিস্তিনে চালছে হাহাকার,
বড় বড় ভবন গুলি নিমিশেতেই ছাই,
এসব দেখেও পক্ষ নেবার মানুষ ভবে নাই,
ন্যায় অন্যায় বোঝার মেধা মানুষ হারাচ্ছে,
এক জনের মাল অন্যজনে বিলিয়ে দিচ্ছে।
মানুষ হয়েও পশুর চেয়ে হিংস্র মনোভাব,
নির্মম ভাবে মানুষ মারে এ কেমন স্বভাব?
ইজরায়েল আজ গাজায় হামলা করছে যে বার বার,
বাইডডেন বলে এটাই নাকি তাদের অধিকার।
নিরপেক্ষ দৃষ্টি দিয়ে দেখলে চারিদিক,
সত্যকথা বলতে সবাই থাকবে যে নির্ভীক।
ছোট্ট একটি দেশ উহারা কত বেসামাল,
হামলা করেই যাচ্ছে তারা হয়ে বেখেয়াল ,
উগ্রতাকে লালন করে বিশ্বব্যাপী চালায়,
ধবংস করলো এপি আলজাজিরার কার্যালয়,
এটাও কি সেই  সন্ত্রাসী আর গুন্ডাগিরী নয়?
তবু কেন নিষেধ করতেও মনে এত ভয়।
ওরা কি আর বিশ্ব পরাশক্তির সেরা দেশ,
নইলে কেন কোন সাহসে গাজা করলো শেষ?
পাশের প্রতিবেশি না থাকলে নিরাপদ,
বলবো তোমরা মানুষ নও এক জুঙ্গী জনপদ।
তোমার দেশের নারী শিশু নয় কো অপরাধী,
তাদের কষ্টেও সত্যি আমরা দিবানিশি কাঁদি,
চাইনা মোরা হামলা করতে তোমাদের করে ক্ষতি,
তবু কেন তোমরা আমাদের রাখছো না কোন গতি?
মোদের কোলের অবুঝ শিশুও করছো খুন আজ বোমায় ,
কোনটা ন্যায় আর কোনটা অন্যায় বলতে পারো  কি আমায়?