সাধু
এসএম সাইফুল ইসলাম


কত লোক হয়েছে আজ সাধু,
নেই কোন সততা, নেই কো নীতি,
সৎ লোকের ভাব ধরে শুধু।
কথা কাজে মিল নাই,
কাজেরও মান নাই তবু,
কথা শুনে মনে হয় সাধু।


বছর বছর ধরে এই গুণ –
পুঁজি করে যারা,
সমাজ –প্রতিষ্ঠান, কিংবা পরিবার
সবখানে সাধু আজ তারা,
কথায় কথায় খেইল-
করে শুধু ব্ল্যাকমেইল,
স্বার্থ হাসিলে বড় পাকা,
যদি কোথাও কোন ভাবে-
স্বার্থে আঘাত লাগে-
গায়ে তার লাগে যেন ছ্যাকা।


এমন মানুষে আজ ভরে গেছে সমাজ,
বোঝা দায় কে বা চোর কেইবা সাধু,
ঐসব লোভী লোক- যতই বন্ধু হোক,
মুখে তার ঝড়ুক না মধু,
বিশ্বাস করনা, বিপদেও পরনা,
তাকে যতই মনে হোক সাধু।


যার কথা কাজ নয় এক,
তার কাজ চেয়ে দেখ,
পাবে কত গড়মিল-করবে সে তিল তিল
একসাথে জমে হবে পাহাড়,
সে বড় ধোকাবাজ, যতই ধরুক সাজ
লাজ হায়া কিছু নেই তাহার।


লোকে যতই পক্ষ নিক, যতই স্বাক্ষ দিক,
চোর কভু হয়না কো সাধু।
সময়ের ব্যবধানে, মুখোশ পরিধানে,
আসল রুপ ঢেকে রাখে শুধু
সে কি আসলে সাধু?
সে তো নয় কো সাধু।
সাধু হল সেই জনে-শত প্রয়োজনেও
ঠকাবেনা কারো,
তাই মনকে শক্ত করে মুখোশধারীকে ছেড়ে,
আসল সাধুকে ধরো।