তোমরা সবাই শোন হয়না যেন কালের বিরম্বনা,
রাতের রানীর ফাঁদে পরলে  রক্ষা তো পাবেনা
তোমরা সবাই শোন,
নেপোলিয়ান চেয়েছিল শিক্ষিত এক মা,
শিক্ষিত এক জাতি দিতেও  কষ্ট হইতনা।
তাই যদি হয় বাস্তবতা বিপরিত টা কি?
বিপরিতে পরী পিয়াসা মৌকে দেখেছি।
তোমরা সবাই শোন,
নষ্ট মেয়ে করতে পারে সমাজ ধবংস ভাই
এদের হাতে যুব সমাজের কোন গতি নাই।
এমন মেয়ে একটাও যদি থাকে বাংলাদেশে,
পুরো সমাজ ধ্বংস করতে পারবে এক নিমিষে।
তোমরা সবাই শোন,
কতগুলা ছেলে বুড়া নষ্ট করছে ওরা,
কিন্তু কিছু লোকও আছে মদদ দিত যারা,
কিন্তু আজি পুলিশের হাতে পরবে ধরা তারা।
রিক্সায় চরার যোগ্যতা নাই চর বিলাস বহুল গাড়ি,
তাই তো কেহ বুঝছে না আজ তোমাদের কারবারি।


কদিন আগেও চা খেয়েছো পরের টাকা দিয়ে,
হঠাৎ নিশি যাপন করো বুর্জখলিফায় গিয়ে।
তোমার চেয়ে দামি লোকেরা টাকার অভাবে ভোগে,
কিন্তু তুমি বারে বারে আর ঘুরে বেরাও বোট ক্লাবে।
এতটাকার উৎস জাতি জানতে পেরেছে,
একই রাতে কতজন তোমার বিছানা গিয়েছে।
বড় বড় আমলারা আজ তোমার রাতের সঙ্গি,
তাই তো তুমি দেখাইছিলা কত রঙ্গের ভঙ্গি,
আসল শক্তি কি তোমার আজ জানে জনতা,
তাই তোমার কান্নাতে আর কেউ দেখায়না মমতা।
তোমার পাশে কেউ নাই আজ ভেবে দেখো পরী,
যাদের বলে বুক ফুলাতে তারাই গেছে ছাড়ি,
কিন্তু তোমার একটা পথ যে আজও আছে খোলা,
সব ছেড়ে আজ তোমার কিন্তু হতে হবে ভালা,
পাপাচারের পথটাকে করে পদদোলন,
ভাল হয়ে দ্বীন ইসলামের বিধান কর পালন।