কাগজ কলম সবই নকল, নকলের নাই শেষ
বিষও নকল করছে আমার সোনার বাংলাদেশ
ইট নকল বালি নকল, গড়ছে নকল বাড়ী
পার্টস নকল, চালক নকল চালায় কত গাড়ী,
এমপি নকল, মন্ত্রী নকল, নকল প্রশাসন
সত্য কথা বললে ওরা, চালায় আগ্রাসন,
বর নকল, কনে নকল, বিয়েও নকল হয়,
বাবা নকল মাও নকল কিসের পরিচয়?
আলু পটল মরিচ নকল, মাছে মিশায় বিষ
ডাক্তার নকল, ঔষুধ নকল, যাচাই করে নিস,
শিক্ষক ছাত্র নকল করে, দুষছে বিদ্যালয়,
আসল জ্ঞানের নেয়না খবর যৌনতা শিখায়,
দুধ আর ডিম নকল করে, সীমাঅতিক্রম
পৃথিবীতে এদেশ যেন সত্যি ব্যতিক্রম,
নকল হয়না এমন জিনিস বাংলাদেশে নাই,
নকল যারা করছে আমি তাদের বিচার চাই,
বিচারকও নকল, কেমনে করবে বিচার কাজ
নকলে ভেজালে আজ ভরেছে সমাজ,
টাকা নকল বেতন নকল, কর্মচারীও নকল,
গোড়া নষ্ট হলে হয় যে, বৃথা চেষ্টা সকল,
আম জাম কাঠাল কলা পেয়ারা খাই
পাকা ফল দেখি, পাকার ঔষুধ দেখি নাই,
সমাজ রাষ্ট সবই নকল, নকল পরিবার,
যেসব রোগের হত শেফা খোলা রোদের তাপে
আর হয়না প্রকিশেধক রুগির মাথায় চাপে।
ভেজাল ভেজাল খাদ্যে ভেজাল, আটা কিংবা সুজি,
নিজের হাতে বিষ কিনে খাই, দিয়ে সব আয় রুজি।