নাম শুনলেই চিনবে সবাই, মিজানুর রহমান সিনহা সিনহা,
যোগ্য পিতার যোগ্য ছেলে, তানভীর রহমান সিনহা।
বিক্রমপুরে আদীনিবাস, ঢাকায় বসবাস,
দেশ ও দশের করবে সেবা, এটাই তাদের আশ।
মানুষটা ভাই অতি নরম, রাগের সীমা নাই।
রাখতে পারলে ঠান্ডা করে, পাবে যা চাও তাই।


কিন্তু তারে অন্ধ রাখে, চাটুকারের দল,
অন্ধ হলে ভাল মন্দ, কেমনে বুঝবে বল?
তাই ত ক্ষনে তিক্ত বানে, ঝড়ায় রক্ত ঘাম,
কর্তা ভাবে যা করেছি সব কি বিথাশ্রম!
অনেকে ভাই কাজের চেয়ে, অকাজ করে বেশি,
সামনে বলে স্যার আপনাকে, অনেক ভালবাসি।
স্যার ত বড় সোজা মানুষ, এতেই অনেক খুশি,


গারমেন্টসে চকুরী যেন, মালিক খুশি করা,
তাই ভাবছি বিদ্যালয়ে হোকনা শুরু, এমন কিছু পড়া।
কত কিছু দেখছি- আরো, দেখবো অনেক কিছু,
মালিক খুশি করতে ওরা হচ্ছে এত নীচু!
ভেবে বড় অবাক হই কেউ সত্য বলেনা,
বিপদ আসবে জেনেও ওরা, রক্ষা করেনা।
অল্প সময় ভালথাকার মিশন নিয়ে হাতে,
অনেকেই আজ করছে চাকরী, গার্মেন্টস সিনহাতে।
শুনছি নাকি তানভির সিনহা, অনেক রাগি লোক,
আমি বলছি চিনতে তাকে, লাগবে ভাল চোখ,


খারাপ কিছু দেখলে তিনি হন যে, বেসামাল,
ভাল যারা মিশছে তারা সত্যিই নিরভেজাল।
অনেক কষ্ট পেয়েও যে লোক, হাসতে পারে সদা,
সে লোক রাগী এই কথাটা বলবে সে ত গাধা।
নরম তিনি সত্য যেমন, কঠিনও কম নয়,
সত্য বলতে ভয় করিনা, যেথায় যেমন হয়।
কেউ বা তরে ভয় করে যে, বাঘের সমতুল্য,
কেউ বা আবার দিচ্ছে তাকে যথাযোগ্য মুল্য।
এত বড় প্রতিষ্ঠানের মালিক তিনি ভাই,
নিরাপত্তার লোক যে অনেক, বুদ্ধি দেবার নাই।
যারা আছে চারপাশে তার, ভুল বোঝাতে সেরা,
যেটাই করছে তাদের কথায়, সেটাই খাচ্ছে ধরা।
একটা জিনিস দেখছি যে তার, মাসির অভাব নাই,
মাকে ফেলে মাসির কথায় করছে, যা নয় তাই।
মাসিরাও যে দড়দ দেখায়, মায়ের চেয়ে বেশি,
ওসব দেখে আমি অধম মিটি মিটি হাসি।
ইয়েস স্যার আর জি স্যার বলে, করছো সদা খুশি,
নো স্যার বলে ভুলটা কি তার, বলে দাও না দেখি!
নো স্যার বলার লোকও কিন্তু লাগবে কয়েকজন,
সবকিছুতেই ইয়েস স্যার আর জি স্যার বলার নেই কো প্রয়োজন।


নো স্যার বলেও দাও গো যদি, যথাযথ যুক্তি,
কাটতে পারে বিপদ বাধা, আর মিলতে পারে মুক্তি।
এম.ডি যতই করুক গোসা, খারাপ করুক মন,
সত্য সদা সত্যই বলব এটাই করি পণ।
সত্য কথা তিক্ত সদা, সকল লোকই জানে,
দু:খ একটাই সেই কথাটা অল্প লোকই মানে।


মিথ্যে দিয়ে সত্য আড়াল হয়না চিরতরে,
সত্য প্রকাশ হবেই হবে, মিথ্যের বুক চিড়ে।
এম.ডি স্যারের দীর্ঘায়ু আর কাম্য সুস্বাস্থ্য,
সঠিক পথে চালাও তাদের, যারা বিশ্বস্থ,
সর্বপরি আমার লোখা কবিতাটির, কোন একটি কথা,
যদি কারো মনে আচানক দেয় বিন্দু মাত্রও ব্যথা,
চাই যে ক্ষমা তাদের কছে, নয় কো এটা ভয়,
ভুলটা ধরে সুধরে দিলে অনেক ভাল হয়।