হাত বাঁধিবে পা বাঁধিবে মন বাঁধিবে কিসে?
একদিন তোর মরতে হবে মোদের মনের বিষে,
যতই করো বাহাদুরী নিয়ে হাতে রঙিন ঘুরি
ঐ ঘুরিটা উড়ায় কে তার খবর কি কেউ নিছে
তোদের এসব কান্ড দেখে সে মিটি মিটি হাসে
কিন্তু তোদের ধরেনা তাই ভাবিস না আর ধরবেনা
এমন একদিন ধরবে সেদিন ছাড়া তো আর পাবেনা।


সেদিন আর্মি পুলিশ র‌্যাব বিডিআর আসবে না তোর কাজে
এখন যারা তোর লাগিয়া জীবন বাজি রাখে
থাকবেনা কেউ তোর পাশে আর অস্ত্র নিয়ে হাতে
মরতে তোকে হবেই হবে, দিনে কিবা রাতে,
তাই বলি তোর অহংকারী ছেড়ে দে তোর ভাবনা
যেদিন তুই পরবি ধরা কেউ ঠ্যাকাতে পারবেনা।
ওরে লক্ষ কোটি সোনার ছেলে রইবেনা আর বিদ্যমান,
থাকতে সময় তওবা করে হয়ে যারে মুসলমান।


আমি অধম তোর আছানে দোয়া করি বারেবার,
জুলুম হামলা মামলা ছেড়ে বন্ধ কর তোর অত্যাচার।
ক্ষমতা নয় চিরস্থায়ী বিশ্বে আছে তার প্রমাণ
ধবংস তাদের হাতেই হবি যারা করছে তোরই গুণগান,
থাকতে সময় তওবা করে হয়ে যারে মুসলমান।


জেল জুলুম আর মামলা দিয়ে পাবি কি তুই পরিত্রান?
মনের সকল ঘৃণা কি আর করতে পারবি প্রত্যাক্ষাণ।
থাকতে সময়  তওবা করে হয়ে যারে মুসলমান।