কোথায় করোনা,
মসজিদে হয় এই করোনা বাজারে হয়না,
করোনা হয় মুসল্লিরা হলেই  দশের বেশি,
সাংবাদিকের হয়না তবু দশের অধিক থাকলে পাশাপাশি।
তাবলীগে হয় এই করোনা,
গঙ্গা স্নানে হয়না,
পাঁচজনেতে পড়বে নামাজ মেনে দুরত্ব
শতেক লোকে করবে বাজার করে ঘনত্ব।
লাখো শ্রমিক বেতনের লাগি করছে আহাজারি,
এভাবেই কি রুখবো মোরা দারুন মহামারি?
বন্ধ হলেই ধর্মিও সব উপাসনালয়
ভাবছো হবে এই করোনার কঠিন পরাজয়,
তাই রেখেছো বাজার খুলে মসজিদ করে বন্ধ,
এভাবেই তো হচ্ছে দেশে বিবেকটারই দন্দ,
কৌশল করে মসজিদ বন্ধ করলে অযুহাতে
লোক সমাগম ঠিকই আছে দিনে কিবা রাতে,
অনেক অফিস চলছে আজও লোকযে খোলামেলা,
মাঝখানে শুধু মসজিদ বন্ধ ঝুলছে বড় তালা।
করোনা হয় মসজিদে শুধু, আর কি কোথাও না?
কেন কোথায় এই করোনা বৌদ্ধ বোঝে মুসলিমরা না।
আমরা করি মসজিদ বন্ধ বৌদ্ধরা দেয় খুলে,
তারা প্রানের ভয়ে মসজিদে যায় দেখছি দলে দলে।
তাই তো চিনে অল্প দিনেই মুক্তি পেল তারা,
ভাবো একটু মসজিদ বন্ধ করে দিলে যারা।
মসজিদের চেয়ে আগে দরকার বাজার নিয়ন্ত্রণ,
তাই তো রইল তাদের প্রতি বোঝার আমন্ত্রণ।