গঠন বুঝে নাম কি আমার মানুষ হয়েছে?
না কি কর্মগুনে লোকে আমায় মানুষ বলেছে?
কর্ম আজি মানুষের মত বলেই আজি মানুষ
নইলে তো আর মানুষ নয় কো হতাম অমানুষ।
প্রান থাকিলেই প্রাণী আর মন থাকিলে মানুষ
জ্ঞান থাকিলে জ্ঞানী আর ধন থাকিলে ধনি মানুষ থাকলে হুশ,
পিচটিভটা বন্ধ, হলি আর্টিজনের ঘটনায়,
আমির হামজাও ফসলো একই মিথ্যে রটনায়,
আযব নেতার আযব নীতির সোনার বাংলাদেশ,
নেতার কথার বাইরে গেলেই জীবন তোমার শেষ।


বিবেকটারে বিসর্জন দেয় কর্তা বড় ক্ষমতাবান,
ধরাটাকে সড়া জ্ঞান করে যেন আল্লার পরেই অবস্থান।
দিনকে যেমন রাত বানায় সে রাতকে তেমনি দিন,
এমন লোকই প্রতিনিধী হয় ভোট দিন আর না দিন।
সকল দোষের দোষী হয়েও ভাব ধরে সে বিচারক
মনের মাঝে কুচিন্তা আর মুখে বলে ঈদমোবারক,
এত নোংড়া মন নিয়ে ভাই মানুষ হওয়া যায়না,
পশু ছাড়া মানুষ নামটি তার সাথে মানায়না।
মনের মাঝে হিংস্রতা আর মুখে মিষ্টি কথা,
মানূষ হয়না তার নামটি জন্ম যথাতথা।