আমার হৃদয়দ্বারে এসেছিল যারা
প্রার্থীরূপে বহুবার ঐশ্বর্য্য সম্মান ;
ল’য়ে করপুটে কেহ - কেহ  প্রেমগান
রূপ যৌবনের অর্ঘ্য চরণে বা কারা।
অনেকে চেয়েছে বন্ধু হয়ে আত্মহারা
বিতৃষ্ণায় গেছে ভ’রে বারংবার প্রাণ
সবারে করেছি তাই রূঢ় অপমান;
গেছে ফিরে লাজে ক্ষোভে অভিমানে তারা।
তাদের কাঙ্গালপনা অঞ্জলি প্রসার
জাগাইত ঘৃণা মোর পণ্যবৃত্তি সম;
দান করি বিনিময় প্রতিদান চাওয়া
তুলিত বিরূপ করি অন্তর আমার।
তুমি চাহ নাই কিছু দ্বারে এসে মম
পূর্ণ হলো তাই তব অযাচিত পাওয়া।।


-
“সিঁথিমৌর” থেকে