তুমি বল নাই বন্ধু এ জীবনে কভু কোনোদিন
বক্ষের নিতলে তব কোন্ সিন্ধু আকুলিয়া উঠে,
কি সুর বাজিছে তব অন্তরের অপ্রকাশ বীণ
মর্মের মালঞ্চে কোন কামনা কুসুমলতা ফোটে।


নয়নে প্রার্থনা নাই অধরে ছিলনা কোনো ভাষা
উদাসীর বাঁশি হাতে চলেছিলে পথ চিরদিন,
আশার নগরপ্রান্তে বাঁধো নাই ক্ষণতরে বাসা
তোমার বৈরাগী মন ত্যাগের গৈরিকে স্বপ্নলীন।


প্রশান্ত মর্মের তব নিস্তরঙ্গ মমতা ধারায়
ভিরু বসকুসুমের সলাজ কোমল গন্ধ শ্বাস,
কেমনে আনিল বহি  এ পাষাণ প্রাচীরা কারায়
নীরন্ধ্র আঁধার কক্ষে এলো মুক্ত আলোক আভাস।


কে জানিত লীলাচ্ছলে বসন্তের দূরন্ত বাতাস
জ্বালাইবে পুষ্পশিখা গিরিশৃঙ্গে তুষার ভাঙিয়া,
কে জানিত যোগমগ্ন ধূর্জটীরো ধ্যানের আকাশ
কিশোরী উমার স্বপ্নে প্রেমরাগে উঠিবে রাঙিয়া।।