কৃষ্ণ কে দোষী করে থাক তোরা সুখী
তার দুঃখ গুলি যে তোদের মুখে হাসি।
কত কষ্ট পেলে বলে সে গীতা
রাধা বোঝেনি কৃষ্ণের কবিতা!
তাই আজও অবুঝ এ পৃথিবীটা!
গান গেয়েছে শুধু রাধারই কথা!
অবুঝ মন বুঝেনি বলেছে তাকে
ঐ পাষান পাথর নকল রাধাকে!
যে রাধা শ্যামের কষ্ট বোঝেনি
সে কি করে বুঝবে গীতার বাণী?
পাথরও গলে যায় কৃষ্ণের ব্যাথায়
ও যে নকল রাধা আসল রাধা নয়!
চোখের জল যদি ভালোবাসা বোঝে
পাথরও থাকতে পারে না বরফ সেজে!
আজ যত লোক বলে কৃষ্ণের দোষ
নকল রাধার মিষ্টি কথায় যত ওঠবস!
ও রাধাবুণি সে রাধা নয় ও যে কাক রাধা
সুন্দর সকালটাতে ও যে কাকডাকা বাধা!
কৃষ্ণকে ফেলেছে ও জোর করে প্রেমে
কৃষ্ণও বোঝেনি ভালোবেসেছিল রাধা নামে!