কি বেদনা!সে তো তুমি জানো ওঁকে!
বৃষ্টির ব্যথা যখন মনে পড়ে চোখে!
বেদনার সে ঝড় থামে না তো বুকে।
হারানোর ব্যথা তো তুমি জানো মনে।
হয়তো কোনো ভুল কান্নার গানে,
ক্ষমার জন্য সে আজও দিন গোনে।
অতিত হারিয়েছে বেদনার ঝড়ে,
মনে কি পড়ে সেদিন গরিবের ঘরে?
স্বপ্ন দেখিয়েছিলে জানি মনে পড়ে!
তবে কি ছিল ওটা জীবন নিয়ে খেলা?
হৃদয়ে এসে কেন একলা চলা?
গরিবের ঘর ভেঙে কি সুখের মেলা?
বলো তবে নিষ্ঠুর পাষাণ পাথর।
কেন বেঁধেছিলে তুমি স্বপ্নের ঘর?
ভালোবেসে আজ কেন হয়ে গেছো পর?
হৃদয়ের কথা যদি বুঝতে তুমি!
ব্যকুল বৃষ্টি চোখে বলতাম না আমি!