মেঘলা ছায়া পথে,জ্যোৎস্না চাঁদ;
হেঁটে আসে পূর্ণিমায়,পৃথিবীর কাছে!
মিষ্টি হাসি হেসে,একলা রাতে,
খোঁজে সে কাকে?
তখন রূপালী ঢেউ চন্দন বনে,
নেচে নেচে আলপনা আঁকে তোর মনে মনে!
শ্যাম চাঁদ খোঁজে আজ সে কাকে?
ঐ মধু পূর্ণিমা রাতে,
শুধু বুনি তোকে!
ঠান্ডা সুগন্ধ কত ফুল বাতাস স্পর্শ করে,
লোম খাড়া করে গোটা শরীরে!
আজ সে রাত ময়ূর সাজে অগাদ!
তোমার ফুল বাগানে এসেছে শ্যাম চাঁদ।
কদম গাছে দুলে দুলে বাঁশি বাজায়,
ওরে তোরই ফুল ছায়ায়!
সাজাবি না তুই তাকে?
তোর হাতে এ মিষ্টি রাতে,
রাধাবুনি সাজাবি না ঐ দুষ্টুটাকে?