সখী, এতটাই সস্তা প্রেমের নীল দরিয়ায় নাও ভাসাইতে চাও!


নাওত আমিও ভাসাবো, ময়ূরপঙ্খী।
দিক থেকে দিগন্তে,
ভিজবো সবুজ দীঘির জলে...


পারবেত ভিজতে ঝুম বর্ষায়?


কিন্তু প্রেমের রঙে রং ছড়ানোর আগে
দাম দিতে হবে যে রঙের,
পরীক্ষা দিতে হবে হৃদয়ের!
দেখতে চাই কতটা পুড়তে পারো হঠাৎ ঘোর অমাবস্যার আঘাতে।
ঘূর্ণিঝড়ে বিচ্ছিন্ন শরীরের টুকরো গুলোকে কতটা কুড়িয়ে আনতে জানো!


তারপরই ঘুরপাক খাবো ঘূর্ণিপাকে
উত্তর থেকে দক্ষিণে!
দক্ষিণ থেকে উত্তরে!


এ পৃথিবী তোমার আমার...


০৪-০৫-২০১৭