সুস্থ-সবল দেহে
উড়ু উড়ু মন...
বসেনা কোথাও যেন
ওড়ে সারাক্ষণ...


অনুভবের নদীতে যেন
ডুব দেয়া দায়...
ভাসা ভাসা ভেসে চলা
মন শুধু চায়...


দুর্বল শরীরে খোলে যেন
অনুভবের মন...
তাতে কি হবে বলো
ভেঙে পড়ে মগজ স্টেশন,


দুঃখের পরেই দুঃখ সবের
করি অনুভব...
তার আগে চোখ বলে
সব কলরব...


তবুও কামনা মনে
সুখ যেন পাক...
চারদিকে সবখানে
সুখ ছেড়ে থাক।


সুস্থ-সচল দেহে
করি অনুভব!...
হৃদয়ের নাটাই ধরে
পথ চলি সব!...


১১-১১-২০১৫